ঢাকা, বাংলাদেশ

ভোলায় গণসংবর্ধনায় হাফিজ ইব্রাহিম, নির্বাচিত হলে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি

প্রকাশিত :

ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় গ্যাসভিত্তিক কল-কারখানা নির্মাণ করে ভোলার মানুষের বেকারত্ব দূর করা হবে বলে আশ্বস্ত করেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহীম। তাঁকে বুধবার (১২ নভেম্বর) বিকেলে দৌলতখানবাসী ওই উপজেলা সদর চত্তরে গণ সংবর্ধনা দিয়েছেন।

আজ বুধবার সকালে তিনি ঢাকা থেকে লঞ্চযোগে ভোলার দৌলতখানে আসেন। মেঘনা নদীর ভোলার সীমানায় লঞ্চ এলে শত শত ট্রলার মেঘনার জেলে, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, দলীয় নেতাকর্মীরা জেলে নৌকায় চড়ে তাঁদের প্রিয় নেতার নামে মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন এবং ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

হাফিজ ইব্রাহীম তাঁর বক্তব্যে জুলাই শহীদ ও বিএনপির প্রয়াত নেতাদের শ্রদ্ধা ও শোক জানিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ৯১ সনে আপনাদের মাঝে এসে আপনাদের জন্য কাজ শুরু করেছি। এখনও করছি, ভবিষ্যতে করবো। এবারের প্রধান কাজ ভোলা ও বোরহানউদ্দিনে গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করে বেকারত্ব দূর করা। বেকারত্ব দূর হলে সমাজে মাদকাসক্তের উপদ্রব কমবে। দৌলতখান ও বোরহানউদ্দিন থেকে কিশোর গ্যাং ও মাদক বিক্রেতাদের সমূলে নির্মূল করা হবে। আপনারা জামায়াতের পতাকাতল থেকে বিএনপির পতাকাতলে আসুন। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

সাবেক সংসদ সদস্য আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যা, খুন, গুমসহ দেশ বিক্রির পায়তারাসহ সবক্ষেত্রেই দলীয়করণ করেছে। আমরা এর পূণরাবৃত্তি হতে দেব না। আমরা ও বিএনপি ক্ষমতায় চার সংসদসদস্য মিলে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ নির্মাণ ও ভোলাবাসীর ৬ দফা বাস্তবায়ন করবো।

গণ সংবর্ধনায় আরও বক্তব্য দেন, বিএনপির মনোনিত ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি বলেন, 'হাফিজ ইব্রামীমকে গণ সংবর্ধনা দেওয়ার জন্য সকলে আজ মাঠে নেমে এসেছে। হাফিজ ইব্রাহীম বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখা নেতা।

দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুম্যান, কেন্দ্রীয় সেচ্ছ্বাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ প্রমুখ।