বিচারকের ছেলে হত্যার ঘটনায় আসামির বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
রাজশাহী প্রতিনিধি : পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়ায় কেন আরএমপি কমিশনার মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ১৯ নভেম্বরের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার আবু সুফিয়ানকে ব্যাখ্যা দিতে তলব করেছেন সিএমএম আদালত। শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহী সিএমএম আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দিয়েছেন।
এ বিষয়ে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান, শোকজ নোটিশে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বর মধ্যে আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
নোটিশে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে (সুমন) ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেফতার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখা যায় অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাবস্থায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন, যা সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।
পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়ায় কেন আরএমপি কমিশনার মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ১৯ নভেম্বরের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে আরএমপি কমিশনার আবু সুফিয়ানকে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।