ঢাকা, বাংলাদেশ

জামায়াতের কর্মসূচিতে বিএনপির হামলার অভিযোগ, আহত ২০

প্রকাশিত :

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে মহিলা জামায়াতের কর্মসূচি ঘিরে স্থানীয় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে জামায়াত। এতে জামায়াত ও ছাত্রশিবিরসহ উভয়পক্ষের ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) রাতে ইউনিয়নের আল-আমিন মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ইউনিয়ন শিবির সভাপতি আরমান হোসেন, ইউনিয়ন শিবিরের ১ নম্বর ওয়ার্ড সভাপতি নাজমুল হাসান, ফাজিলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহরাব হাসান, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জিয়াউর রহমান, ইউনিয়ন শিবিরের প্রকাশনা সম্পাদক সারাফাতুল্লাহ, শিবিরের ইউনিয়ন সেক্রেটারি মেহেদী হাসানসহ প্রায় ১০ জন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফাজিলপুর ইউনিয়নে আল-আমিন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে মহিলা জামায়াতের তালিম কর্মসূচিস্থলে যান সদর উপজেলা যুবদলের সদস্য কামরুলসহ কয়েকজন নেতাকর্মী। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জামায়াত এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতে আহতদের দেখতে ফেনী জেনারেল হাসপাতালে যান জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। তিনি বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর বিএনপি ও যুবদলের লোক অতর্কিত হামলা চালিয়েছে। মহিলা জামায়াতের অনুষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ব্যর্থ হওয়ায় তারা পরবর্তী বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এর আগেও আমাদের সক্রিয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।