ঢাকা, বাংলাদেশ

হোমনা গ্রামের বাড়িতে ছাত্রদল নেতা জোবায়েদের দাফন

প্রকাশিত :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও কুমিল্লা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. জোবায়েদ রহমানের জানাজা শেষে হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার বাদ মাগরিব কলাগাছিয়া স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজসহ সহস্রাধিক মুসল্লি মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন এবং তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বিকাল সাড়ে ৫টায় হোমনা গ্রামের বাড়িতে জোবায়েদের লাশ বহন করা অ্যাম্বুলেন্স পৌঁছলে আশপাশের এলাকার নারী-পুরুষ তাকের দেখার জন্য ভিড় করেন এবং স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।

প্রসঙ্গত, ১৯ অক্টোবর বিকালে ঢাকার আরমানিটোলায় জোবায়েদের টিউশনি বাসার তিনতলা সিঁড়িতে ছাত্রী বর্ষার বয়ফ্রেন্ড ও তার বন্ধু মিলে পরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।