শরতের আবহে সেইলরের নতুন ডিজাইন
শরতের নীল আকাশ, শুভ্র মেঘ আর কাশবনের স্নিগ্ধতাকে ধারণ করে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর এনেছে নতুন কালেকশন।
বর্ষার শেষে প্রকৃতি যখন শান্ত, স্নিগ্ধ ও উজ্জ্বল রূপে ধরা দেয়, তখনই ফ্যাশনেও আসে নতুন অনুপ্রেরণা। এবারের পোশাকে রঙের অনুপ্রেরণা এসেছে শরতের আকাশ,ফুল, পাখি আর প্রকৃতি থেকে। আরামদায়ক ফ্যাব্রিক, হালকা রঙ আর প্রিন্টেড ডিজাইন দিয়ে সাজানো হয়েছে পুরো কালেকশন।
কিডস কালেকশন এ মেয়ে বাচ্চাদের জন্য রয়েছে থ্রি পিস, কুর্তি ও মা–মেয়ের স্পেশাল কালেকশন। এতে ব্যবহৃত হয়েছে আরামদায়ক রেয়ন পপলিন ফ্যাব্রিক, উজ্জ্বল রঙে প্রিন্ট ও সূক্ষ্ম এমব্রয়ডারির ছোঁয়া। ছেলে বাচ্চাদের জন্য রয়েছে ট্যাঙ্কটপ কালেকশন, পোলো সেট, শার্ট সেট। পাঞ্জাবীতে ফেব্রিক হিসেবে ব্যবহৃত হয়েছে ক্যালেন্ডার ফিনিশ প্রিন্টেড রেয়ন সাথে প্লিটেড ডিজাইন, এমব্রয়ডারি ও প্যাচ ওয়ার্ক ।
মেন’স কালেকশন: এথনিক শার্ট, মোমবাটিক শার্ট, রঙিন প্রিন্টের শার্ট, ফুলস্লিভ প্রিন্টেড রেয়ন ও ক্যাজুয়াল লুম–জ্যাকার্ড হাফস্লিভ শার্ট ও নিট পোলো । এক্সক্লুসিভ স্টাইল হিসেবে থাকছে ফ্যাশন পাঞ্জাবি ও ব্লেন্ডেড সিল্ক পাঞ্জাবি সাথে মেটাল বাটনের অনন্য ডিজাইন।
উইমেন’স কালেকশন: কুর্তি, লং টপ, শর্ট টপস, থ্রি–পিস। রেয়ন ফ্যাব্রিকে উজ্জ্বল রঙ, প্রিন্ট ও এমব্রয়ডারি এম্বেলিশমেন্টে তৈরি প্রতিটি পোশাক শরতের ফ্যাশনে আনবে ভিন্নতা।