ঢাকা, বাংলাদেশ

দেশের সব দলিল যাচ্ছে অনলাইনে, জানুন কীভাবে দেখবেন

প্রকাশিত :

যুগশঙ্খ ডেস্ক : অবশেষে সারাদেশে একযোগে দলিল অনলাইনকরণ কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে দেশের কোটি ভূমি মালিক এখন ঘরে বসেই নিজের জমির দলিলের তথ্য দেখতে, যাচাই করতে ও সংরক্ষণ করতে পারবেন।

সরকার জানিয়েছে, ১৯০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তৈরি সব দলিল ধাপে ধাপে অনলাইনে আনা হবে। ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি জেলার দলিল অনলাইন রেকর্ডে যুক্ত করা হয়েছে এবং সেগুলো দেখা যাচ্ছে সরকার পরিচালিত ওয়েবসাইটে — land.gov.bd।

যেসব দলিল এখনো অনলাইন হবে না

সরকার জানিয়েছে, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের সংঘাতে অনেক রেজিস্ট্রি অফিস ও সরকারি নথিপত্র নষ্ট বা হারিয়ে গেছে। এসব সময়ের যেসব দলিল সরকারি সংরক্ষণে নেই, সেগুলোর অনলাইনকরণ আপাতত স্থগিত রাখা হয়েছে।

তবে যাদের কাছে মূল দলিল বা সার্টিফায়েড কপি আছে, তারা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যোগাযোগ করে অনলাইন রেকর্ডে যুক্ত করার আবেদন করতে পারবেন। এতে তাদের দলিলও সরকারি ডাটাবেসে সংরক্ষিত হবে।

যেভাবে জানবেন আপনার দলিল অনলাইনে উঠেছে কিনা


জেলা, থানা ও মৌজা নির্বাচন করে সার্চ দিন
আপনার দলিল অনলাইন হয়ে থাকলে বিস্তারিত তথ্য ও স্ক্যান কপি দেখা যাবে
তথ্য না পেলে বুঝবেন, দলিলটি এখনো অনলাইন হয়নি
দলিল অনলাইন হলে যে সুবিধাগুলো পাবেন

জমির দখল সুরক্ষা: অনলাইন রেকর্ড থাকলে জোরপূর্বক দখলের আশঙ্কা থাকবে না।
বিদেশ থেকেও লেনদেন: প্রবাসে থেকেও জমি বিক্রি বা রেজিস্ট্রেশন করা যাবে।
সহজ কপি প্রাপ্তি: দলিল হারিয়ে গেলে ওয়েবসাইট থেকে কপি ডাউনলোড করা যাবে।
খাজনা অনলাইনে পরিশোধ: ক্যাশলেস পদ্ধতিতে খাজনা দেওয়া যাবে দেশ বা বিদেশ থেকে।

সরকার জানিয়েছে, অচিরেই কোন কোন জেলার অনলাইনকরণ সম্পন্ন হয়েছে এবং কখন সারাদেশে পূর্ণাঙ্গ সেবা চালু হবে — তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।