কুরবানীর গোশত বিতরণ উপলক্ষে প্রেস ব্রিফিং
কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত দুই পবিত্র মসজিদের খাদেমের মান্যবর রাষ্ট্রদূত, ডক্টর আব্দুল্লাহ বিন জাফের বিন আবিয়াহ, বুধবার ২৯ অক্টোবর দরিদ্র বাংলাদেশীদের জন্য কোরবানির পশুর গোশত বিতরণের লক্ষে সৌদি দূতাবাসে রাজকীয় সৌদি আরবের একটি প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পটি মক্কা শহর ও পবিত্র স্থানগুলির রয়েল কমিশনের তত্ত্বাবধানে "উদহিয়াহ" প্রকল্পের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে, যা বাংলাদেশের মতো সুবিধাভোগী দেশগুলির জন্য দাতব্য কাজের ধারাবাহিকতা হিসেবে রাজকীয় সৌদি সরকার প্রদান করে।
অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মো: আব্দুর রশিদ (প্রশাসন), জনাব মোঃ জাহাঙ্গীর আলী খান, উপসচিব, দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়ার পরিচালক, জনাব মোঃ মোস্তফা জামিল খান, এবং "উদহিয়াহ" প্রকল্পের প্রতিনিধি জনাব আহমেদ আল-জাহরানি; মান্যবর উপ-রাষ্ট্রদূত জনাব ইব্রাহিম আল-আহমারি; সহ বেশ কয়েকজন সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এই প্রকল্পটি সৌদি আরব সরকারের দাতব্য কাজের একটি অংশ, যার মাধ্যমে মুসলমানদেরকে কোরবানির মাংস দ্বারা উপকৃত করার জন্য নিয়মিত বাস্তবায়িত মানবিক ও ত্রাণ প্রকল্পের একটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে বিতরণ করা কোরবানির পশু সংখ্যা ৪০,০০০ (চল্লিশ হাজার), যা ৩৭২ টন সমপরিমাণ, তা ৬৪টি প্রশাসনিক জেলার যোগ্য ও দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেওয়া হলো। এটি উল্লেখ্য যে, কোরবানির মাংস থেকে উপকৃত হওয়ার জন্য সৌদি সরকারের এই প্রকল্পটি চার দশকেরও বেশি সময় ধরে চলমান এবং এটি বিশ্বের বৃহত্তম লজিস্টিক কার্যক্রমগুলির মধ্যে একটি, যার মাধ্যমে বিশ্বের ২৫টিরও বেশি দেশের দরিদ্র ও অভাবী মানুষ উপকৃত হচ্ছে।
উল্লেখ্য যে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদি আরবের হাদি ও কুরবানীর পশুর গোশত বিতরণ প্রকল্পের অধীনে চট্টগ্রাম অঞ্চলে কোরবানির পশুর একটি অংশ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হাদি ও কুরবানীর পশুর গোশত বিতরণ প্রকল্পের দায়িত্বশীল অফিসার জনাব আহমেদ আল-জাহরানি, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের জনাব মোঃ জাহাঙ্গীর আলী খান, উপসচিব, দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের প্রতিনিধি জনাব ইয়াসের শেশা।