বাংলাদেশ সীমান্তের খুব কাছেই নতুন সেনাঘাঁটি স্থাপন করছে ভারত
যুগশঙ্খ ডেস্ক : বাংলাদেশ সীমান্তের একেবারে কাছেই নতুন একটি সেনাঘাঁটি স্থাপন করছে ভারত। আসাম রাজ্যের ধুবড়ি জেলায়, সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে এই ঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে দেশটির সেনাবাহিনী।
ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক করিডর’-এর খুব কাছেই তৈরি হচ্ছে এই নতুন ঘাঁটি। করিডরটি মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগ রক্ষা করে, যা ভারতের প্রতিরক্ষা দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি বৃহস্পতিবার নতুন ঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঘাঁটির নাম রাখা হয়েছে “লাচিত বোরফুকান মিলিটারি স্টেশন।”
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল এম. রাওয়াত জানিয়েছেন, “নতুন ঘাঁটিটি সেনাবাহিনীর আঞ্চলিক অপারেশনাল সক্ষমতা ও অবকাঠামোগত শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
‘আসাম ট্রিবিউন’-এর তথ্য অনুযায়ী, ধুবড়ির বিলাসীপাড়া রাজস্ব সার্কেলের সপ্তগ্রামে ১৯৬ বিঘা জমির ওপর নির্মিত হচ্ছে এই ঘাঁটি। এখানে প্রায় ১,৫০০ সেনা সদস্য, যার মধ্যে ভারতের বিশেষ বাহিনী প্যারা এসএফ ইউনিট-এর সদস্যরাও থাকবেন।
এর আগে বাংলাদেশ সীমান্তের সবচেয়ে নিকটবর্তী ভারতীয় সেনা ঘাঁটি ছিল শিলচরের মসিমপুরে, যা সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। এবার সেই দূরত্ব অনেক কমিয়ে আনা হলো ধুবড়ির নতুন ঘাঁটিতে।
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতেও সম্প্রতি আরও একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, এসব পদক্ষেপ সীমান্ত এলাকায় নতুন উত্তেজনার ইঙ্গিত বহন করছে।