ঢাকা, বাংলাদেশ

বিআইআইএসএস’র নতুন ডিজি রিদওয়ানুর রহমান

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করে রোববার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


অন্যদিকে বিআইআইএসএস-এর মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল ইফতেখার আনিসকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্রবাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।


মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিপসট-এ দায়িত্ব পালনের আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত থাকা মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে গত বছরের আগস্টে স্বল্প সময়ের জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক করা হয়। এরপর এএসএম রিদওয়ানুর রহমানকে সিলেটের এরিয়া কমান্ডার ও ১৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ১৯৭৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা এবং উন্নয়ন সম্পর্কিত বিষয়াবলির ওপর গবেষণা ও চর্চার বিকাশই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।