আর্জেন্টিনার জার্সিতে মেসির ১০টি স্মরণীয় মুহূর্ত
লিওনেল মেসি যখন আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামতেন, পুরো ফুটবল বিশ্বের চোখেই থাকত সেই মুহূর্তগুলো। হাসি, কান্না, বঞ্চনা ও উৎসমুখরতার সন্ধিক্ষণ—সবই মিশে আছে কাহিনিতে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইস স্পোর্টসের লাউতালো আলভারেজের রচনাকে ভিত্তি করে মেসির আর্জেন্টাইন মঞ্চে যেসব মুহূর্তগুলো সবচেয়ে গভীর ছাপ ফেলেছে, সেগুলো কালবেলার পাঠকের জন্য নীচে সংক্ষেপে তুলে ধরা হলো।
১) দেশের মাটিতে প্রথম ম্যাচ — যাত্রার সূচনা (৯ অক্টোবর ২০০৫)
জার্মানি বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে আর্জেন্টিনা পেরুকে ২-০ গোলে হারায়; মেসি পুরো ৯০ মিনিট খেলেন এবং রোমান রিকেলমেকে এক পেনাল্টি পাস থেকে গোল করান। দেশে তার প্রথম বড় মঞ্চ—এটাই ছিল জাতীয় দলের সঙ্গে তার দীর্ঘ যাত্রার শুরু।
২) আর্জেন্টিনার মাটিতে প্রথম গোল — দেশের মায়া (১১ অক্টোবর ২০০৮)
আর্জেন্টিনার জার্সিতে মেসির ১০টি স্মরণীয় মুহূর্ত
মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ডি পল–ডি মারিয়ার আবেগঘন প্রতিক্রিয়া
সাউথ আফ্রিকা বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিরুদ্ধে পেনাল্টিতে গোল করেন তিনি। এই গোল তার আর্জেন্টিনার মাটিতে প্রথম গোল। আর্জেন্টাইন ভক্তদের সঙ্গে আরও ঘনিষ্ঠতার সূচনা হয়েছে এখান থেকেই।
৩) ২০১১ কোপা আমেরিকায় বিক্ষুব্ধ ঢেউ
২০১১ সালে ঘরের মাটিতে কোপায় আর্জেন্টিনার মাঝেমধ্যে খারাপ ফল ও সমর্থকের তির্যক প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়—কখনো গোঁসা, কখনো বকুনি। বিশেষত সান্তা ফে এলাকায় উরুগুয়ের হাতে পরাজয়ের পর দর্শকদের তিরস্কার মেসিরও উপর চাপ হিসেবে দাঁড়ায়।
৪) সংবাদমাধ্যমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত (২০১৬)
প্রেস নিয়ে বিতর্কের পর পুরো দল—মেসি ও কোচসহ—নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যম বয়কট করেন। মেসি বলেছিলেন, অনাবশ্যক চর্চা আর অপপ্রচারের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া জরুরি ছিল।