ঢাকা, বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক কিশোরকে (১৪) পুলিশ ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই কিশোরকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরের পর ধানমন্ডি থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

ওই কিশোরের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায় বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, আটক কিশোরটি গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল। তার বাড়িতে খোঁজ নিয়ে তার সম্পর্কে সন্দেহজনক বা খারাপ কোনো তথ্য পাওয়া যায়নি। সেই কারণে তাকে ধানমন্ডি থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ওই কিশোরকে আটকের পর পুলিশ বলেছিল, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর।

ডিএমপির ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান ওই কিশোরকে আটকের পর বলেন, ‘আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার বক্তব্য বিভ্রান্তিকর। সে নিজেকে কখনো শিক্ষার্থী, কখনো ছাত্রদলের, আবার কখনো ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে।