ঢাকা, বাংলাদেশ

অক্টোবরে দেশে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড!

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : গত অক্টোবর মাসে দেশের প্রবাসীরা মোট ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এটি স্থানীয় মুদ্রায় ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি। অর্থাৎ, অক্টোবর মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স।


রোববার (২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের ৩১ দিনে দেশে পাঠানো রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ৪৭ কোটি ৭৮ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে পাঠানো হয়েছে ২৪ কোটি ২ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮৩ কোটি ৮৬ লাখ ডলার। তদুপরি, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে অক্টোবরজুড়ে দেশে এসেছে ৬৬ লাখ ৭০ হাজার ডলার।

এর আগে, সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার। তার আগের মাসগুলোতে আগস্টে পাঠানো হয়েছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।


বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক, যা ভোক্তা খরচ, বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতায় অবদান রাখে।