ঢাকা, বাংলাদেশ

আন্দোলনের মুখে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশিত :

আন্দোলনের মুখে র‌্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার মধ্যে জরুরি সিন্ডিকেটে দ্রুত এ সিদ্ধান্ত অনুমোদনের দাবি জানান। অন্যথায় তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২৩৭তম সিন্ডিকেট সভায় র‌্যাগিং ইস্যুতে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। সবার সুপারিশের ভিত্তিতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হলো। একই সঙ্গে এই সিদ্ধান্ত পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, গত বছরের নভেম্বরে শিক্ষার্থীদের বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ ওঠে। পরে প্রশাসনকে বিভাগের প্রধানের মাধ্যমে লিখিতভাবে জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। এর প্রায় এক বছর পর গত ২৫ সেপ্টেম্বর সিন্ডিকেট দুই বিভাগের ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে।

এই বহিষ্কারাদেশ ঘোষণার পর থেকে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করে আসছেন। এ ছাড়া একই দাবিতে গত বৃহস্পতিবার থেকে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে আসছেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় অগ্নিস্বর নামে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়। বহিষ্কারাদেশ বাতিলের পরও কর্মসূচি চালিয়ে যাওয়া নিয়ে আন্দোলনরত শিক্ষার্থী হাফিজুর ইসলাম বলেন, আমরা কর্মসূচি চালিয়ে যাব। সিন্ডিকেটে এই সিদ্ধান্ত দ্রুত অনুমোদন দেওয়া না হলে আমরা আবারও আন্দোলনে নামব।