ঢাকা, বাংলাদেশ

উত্তর কোরিয়া ও ফিলিস্তিনেরও নিচে বাংলাদেশী পাসপোর্ট, শীর্ষে সিঙ্গাপুর

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে অবাধ ভ্রমণের ক্ষেত্রে কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, তার নতুন তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। ২০২৬ সালের এই হালনাগাদ প্রতিবেদনে দেখা যাচ্ছে, শক্তিশালী পাসপোর্টের দৌড়ে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ অনেকটাই পিছিয়ে পড়েছে। এমনকি দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতায় থাকা উত্তর কোরিয়া এবং সংঘাতময় ফিলিস্তিনের পাসপোর্টও এখন বাংলাদেশের চেয়ে বেশি শক্তিশালী। খবর সিএনএন।


২০২৬ সালের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে শীর্ষস্থান দখল করে নিয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৯২টি স্থানে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন। তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৮৮টি গন্তব্য)। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে।


২০২৬ সালের এই সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫তম। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশী পাসপোর্টধারীরা বর্তমানে মাত্র ৪০টির মতো দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাচ্ছেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা উত্তর কোরিয়া এবং দখলদারিত্বের শিকার ফিলিস্তিন—উভয় দেশই বাংলাদেশের ওপরে অবস্থান করছে। উত্তর কোরিয়া ও ফিলিস্তিন আছে যথাক্রমে ৯৩ ও ৯৪তম অবস্থানে। গৃহযুদ্ধ চলতে থাকা মিয়ানমারের অবস্থানও ৮৯তম। এ তালিকায় ৮০ নম্বরে ভারত এবং ৯৮তম অবস্থানে রয়েছে পাকিস্তান।

গত ২০ বছরে সবচেয়ে চমকপ্রদ উন্নতি করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০০৬ সাল থেকে তারা ১৪৯টি নতুন গন্তব্যে ভিসামুক্ত সুবিধা যোগ করে বর্তমানে ৫ম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, গত এক বছরে সবচেয়ে বেশি অবনতি হয়েছে যুক্তরাজ্যের। দেশটি বর্তমানে ৭ম স্থানে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র কোনোমতে ১০ম স্থানে ফিরে এলেও গত দুই দশকে তাদের পাসপোর্টের মর্যাদা ক্রমাগত হ্রাস পেয়েছে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান এইচ কেলিন বলেন, পাসপোর্ট সুবিধা এখন কেবল ভ্রমণের বিষয় নয়, এটি অর্থনৈতিক সুযোগ এবং নিরাপত্তার সঙ্গে জড়িত। শক্তিশালী পাসপোর্টধারী দেশগুলোর নাগরিকরা বিশ্ব অর্থনীতিতে অনেক বেশি কার্যকরভাবে অংশ নিতে পারেন।

তালিকার একেবারে তলানিতে ১০১তম অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। দেশটির নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পাবেন। তালিকার শেষ দিকে আরো রয়েছে সিরিয়া (১০০তম) এবং ইরাক (৯৯তম)। শীর্ষ দেশ সিঙ্গাপুর এবং সর্বনিম্ন দেশ আফগানিস্তানের মধ্যে ব্যবধান এখন ১৬৮টি গন্তব্যের।

২০২৬ সালের শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্টের তালিকা:

১। সিঙ্গাপুর — ১৯২টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত প্রবেশ

২। জাপান, দক্ষিণ কোরিয়া — ১৮৮টি

৩। ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড — ১৮৬টি

৪। অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে — ১৮৫টি

৫। হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সংযুক্ত আরব আমিরাত — ১৮৪টি

৬। ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, মাল্টা, নিউজিল্যান্ড, পোল্যান্ড — ১৮৩টি

৭। অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন, যুক্তরাজ্য — ১৮২টি

৮। কানাডা, আইসল্যান্ড, লিথুয়ানিয়া — ১৮১টি

৯। মালয়েশিয়া — ১৮০টি

১০। যুক্তরাষ্ট্র — ১৭৯টি

যুগশঙ্খ