ঢাকা, বাংলাদেশ

গাকৃবির সঙ্গে সুপ্রিম সিড কোম্পানির চুক্তি স্বাক্ষর

প্রকাশিত :

গাজীপুর প্রতিনিধি
কৃষি গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

কৃষি গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। কৃষি ক্ষেত্রে সমৃদ্ধি আনার লক্ষ্যে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং সুপ্রিম সিড কোম্পানির চেয়ারম্যান মোহাম্মেদ মাসুম।