ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার রায়ে জনমনে আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার ( ১৭ নভেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে আমি কোনো আতঙ্ক দেখিনি। আপনারা সারাদিন ঘুরেছেন। আমি কোনো আতঙ্কই দেখিনি। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন-আমি সড়কের কথা বলছি। এর উত্তরে উপদেষ্টা বলেন, ওহ সড়কে। আপনি, আমি দুজনই তো আজ ভেতরে ছিলাম, সড়ক তো আমরা দেখিনি। সড়কেও কোনো আতঙ্ক নেই। আমি সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসছেন।

শেখ হাসিনার রায় ঘিরে আইনশৃঙ্খলার পরিস্থিতি কি? একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রকমের ছোটোখাটো দুই একটা যে ঘটনা ঘটছে, এটা তো আপনারও জানেন আমিও জানি। আমি গতকাল বরিশাল থেকে আসছি। মাদারীপুর এই জায়গাটা একটু বেশি ডিফিকাল্ট জায়গা। মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এই চারটা ডিস্ট্রিক্ট একটু ...। তাদের নিয়েও আমি গতকাল কথা হয়েছে। ওই জায়গাও বড় ধরনের কোনো কিছু নেই।
শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য ভারতকে চিঠি দেয়া হবে কি? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার প্রত্যাবর্তনের জন্য তো অলরেডি লেখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস। আমরা তো ডেফিনেটলি চাইবো প্রত্যাবর্তনের জন্য।

উপদেষ্টা বলেন, যদি দরকার পড়ে অবশ্যই দেবো। আমি জানি না, একবার দেয়ার পর যদি আবার দরকার পড়ে আবারও দেবো। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেখামাত্রই গুলি না। এখানে হলো কী, এটা সেলফ ডিফেন্সের জন্য আপনারা হাতিয়ারের পারমিশন নেন না। ওটা তো শিকারের জন্য নেননি। গিয়েও যদি করেন শিকার, কিন্তু নেন আপনাদের ডিফেন্সের জন্য।

আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকের উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী বলেন, আপনাকে কেউ মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে নিহত করার অধিকার আছে। এটা সব দেশে সবকালে আছে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেই পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা আহত হয়েছে এবং তারা প্রতিহত করছেন।

তিনি বলেন, তরুণদের (ছেলে-মেয়েদের) এসব কাজ থেকে বিরত থাকতে পরামর্শ দেন, কারণ তারা স্কুল-কলেজে আছে এবং তাদের এসব করার দরকার নেই।
#
এটা শুধু হাসিনার অপরাধের বিচার নয়, স্বৈরশাসনের কবর রচনা : বিএনপি মহাসচিব

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে দেশে ‘সব ধরনের স্বৈরশাসনের কবর রচিত হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুল লিখেন, “আমরা বিশ্বাস করি, আজকের রায় শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয়, বরং এই দেশের মাটিতে সবধরনের স্বৈরশাসনের কবর রচনা।”


তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ রায় ঘোষণা করে।

একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দিনই অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা ভোগ করুক, শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে—আজকের রায় তা প্রমাণ করেছে।”

তিনি আরও বলেন, দেশের সর্বক্ষেত্রে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে। এ লক্ষ্যে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আরও বলেন, “এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয়, তবে এটি ভবিষ্যতের জন্য একটি উদাহরণ। যাতে আর কেউ ফ্যাসিবাদী শাসন কায়েম করতে না পারে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা না হয়—আজকের রায় সেই শিক্ষাই দেয়।”

তিনি আশা প্রকাশ করেন, বাকি মামলাগুলোতেও সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে।