ঢাকা, বাংলাদেশ

আইসিসিবিতে তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। আয়োজিত প্রদর্শনীগুলো হলো— ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ এবং ৭ম ওয়াটার বাংলাদেশ এক্সপো।

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উদ্বোধন হয় এই প্রদর্শনীর, যা চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম.এ. কামাল বিল্লাহ, ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মুস্তাফিজুর রহমান এবং জিআইজেড বাংলাদেশের প্রকল্প প্রধান মো. তানভীর মাসুদ।

দেশের নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাতের বৃহত্তম এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজনে ২০টিরও বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ৫০০-এর বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে সাজানো এই প্রদর্শনীতে তিন দিনে ৩৫ হাজারেরও বেশি ব্যবসায়ী ও দর্শনার্থীর অংশগ্রহণ আশা করছে আয়োজক কর্তৃপক্ষ।

দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা, এসএসজি-সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করছে।


২২তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫–এর নলেজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ। সেমস-গ্লোবাল ও জিআইজেডের যৌথ আয়োজনে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে দিনব্যাপী সম্মেলন ‘ইনোভেশন অ্যান্ড পার্টনারশিপ ফর সাসটেইনেবল এনার্জি ট্রানজিশন’, যেখানে সবুজ জ্বালানি, নবায়নযোগ্য শক্তি ও গ্রিন স্কিলস ডেভেলপমেন্ট বিষয়ে চারটি আলাদা সেশন হবে।

এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ‘আর্কিটেকচার অব রেজিলিয়েন্স’ শীর্ষক স্থাপত্য প্রদর্শনী, যেখানে ২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য ডিজাইনগুলো প্রথমবারের মতো ডিজিটালি প্রদর্শিত হচ্ছে। এটি আয়োজন করেছে সেমস-গ্লোবাল তাদের ‘কমিটমেন্ট টু দ্য কমিউনিটি’ উদ্যোগের অংশ হিসেবে, সহযোগিতায় আর্কিকানেক্ট।

প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে পাঁচটি আন্তর্জাতিক সেমিনার, যেখানে নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক প্রবণতা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।

ভ্রমণ, কুরিয়ার ও কার্গো পার্টনার হিসেবে প্রদর্শনীর সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল এয়ারলিফট লিমিটেড।

আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ এক্সপো সিরিজের মধ্যে রয়েছে টেক্সটাইল, পাওয়ার, বিল্ড, মেডিটেক্স, ফুড অ্যান্ড এগ্রো এবং অটো সিরিজ।