প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব ডকুমেন্টস লাগবে
যুগশঙ্খ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
এ উপলক্ষে ইসি প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দলিলাদির বিস্তারিত নির্দেশনা জানিয়ে একটি পরিপত্র জারি করেছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খানআবি শাহানুর খান স্বাক্ষরিত এই পরিপত্রটি সোমবার প্রকাশ করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়নের জন্য অনলাইনে পূরণকৃত নিবন্ধন ফরম-২ক, অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ, বাংলাদেশি পাসপোর্টের কপি (মেয়াদোত্তীর্ণ হলেও গ্রহণযোগ্য), বিদেশি পাসপোর্টের কপি অথবা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন এনআইডিধারী বাংলাদেশির স্বাক্ষরিত নাগরিকত্ব প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
এছাড়া আবেদনকারীর মা-বাবার এনআইডির কপি, জন্ম বা মৃত্যুসনদ, ওয়ারিশ সনদ অথবা নাগরিক সনদ, এবং এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
প্রয়োজনে শিক্ষা সনদ (এসএসসি/জেএসসি/পিইসি), নিকাহনামা ও স্বামী/স্ত্রীর এনআইডি, ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রশিদ, এবং নাগরিকত্ব সনদপত্রও জমা দিতে হতে পারে।
নির্ধারিত তারিখে আবেদনকারীকে মিশন অফিসে উপস্থিত থেকে প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে হবে এবং ছবি ও বায়োমেট্রিক (আঙুলের ছাপ, আইরিশ, স্বাক্ষর) প্রদান করতে হবে। প্রয়োজনে আবেদনকারীর পক্ষে দেশে অবস্থানরত প্রতিনিধি দলিলাদি সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে পারবেন।
পরিশেষে, ফরম-২কে-তে প্রদত্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় সরেজমিন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করবেন উপজেলা বা থানা নির্বাচন অফিসার— যা ভোটার নিবন্ধনের জন্য বাধ্যতামূলক বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।