ঢাকা, বাংলাদেশ

৭৯ বাংলাদেশি জেলে ধরে নিয়ে গেছে ভারত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের তিনটি নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। তারা পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক জোনে (ইইজেড) মাছ ধরছিলেন বলে অভিযোগ করেছে দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। গত ১৫ ও ১৬ নভেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমা লাইনে নজরদারি চালানোর সময় বাংলাদেশি নৌকা ও জেলেদের আটক করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ভারতের কোস্ট গার্ড দাবি করেছে, ওই বাংলাদেশি জেলেরা তাদের জলসীমার ভেতর মাছ ধরছিলেন। তখন নৌকাগুলো আটক করা হয়। বাংলাদেশি জেলেরা ভারতীয় জলসীমায় মাছ ধরার কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে পারেনি।

সমুদ্র থেকে আটক করা নৌকায় তাজা মাছ ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম ছিল। এগুলোও আটক করে নিয়ে গেছে কোস্টগার্ড।

আটকের পর নৌকা ও জেলেদের ফ্রাজেরগঞ্জ নিয়ে যাওয়া হয় এবং নৌ পুলিশের হাতে সমর্পণ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে গত ২৩ অক্টোবর মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ভারতীয় জেলেদের ট্রলার আটক করে বাংলাদেশ। নৌবাহিনী ওই সময় ৯ ভারতীয় জেলেকে নিজেদের জিম্মায় নেয়।