ঢাকা, বাংলাদেশ

যুবদল নেতা কিবরিয়ার শরীরে গুলির ১৮ চিহ্ন, পাওয়া গেল দুটি

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর পল্লবীতে গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার চোয়াল, গলা ও শরীরের বিভিন্ন স্থানে মোট ১৮টি গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের সময় শরীরের ভেতর দুটি গুলি পাওয়া গেছে। বাকিগুলো শরীরে ঢুকে অপর দিক দিয়ে বেরিয়ে গেছে। মর্গের একটি বিশ্বস্ত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কিবরিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়। হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান এ ময়নাতদন্ত পরিচালনা করেন। গোয়েন্দা পুলিশের ধারণা, পূর্ব পরিচিতদের দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।


মর্গের একটি সূত্র জানায়, ময়নাতদন্তে নিহতের চোয়াল, গলা ও শরীরের বিভিন্ন স্থানে মোট ১৮টি চিহ্ন দেখা গেছে। অর্থাৎ গুলি শরীরে প্রবেশ ও প্রস্থানের ফলে মোট ১৮টি চিহ্ন সৃষ্টি হয়েছে। তবে শরীরের ভেতর থেকে দুটি গুলি পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে দুপুর ১২টার দিকে আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কিছু আগে গোলাম কিবরিয়া একটি দোকানে ঢোকার সাথে সাথেই অপর দরজা দিয়ে হেলমেট পরা তিন যুবক ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করে। ঘটনাটি স্পষ্টতই পূর্ব পরিকল্পিত।

তিনি আরও বলেন, নিহতের পরিচিতদের মধ্যে কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে। একই সঙ্গে জনপ্রিয়তা ও স্থানীয় প্রভাবসহ সব দিক বিবেচনা করে পুলিশ তদন্ত চালাচ্ছে।

ময়নাতদন্তের আগে পল্লবী থানার এসআই মো. আনোয়ার হোসেন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সেখানে নিহতের চোয়ালসহ শরীরের বহু স্থানে গুলির চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে।


পল্লবী থানার ডিউটি অফিসার এসআই আসাদুল ইসলাম জানান, কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবার একটি মামলা করেছে।

নিহত গোলাম কিবরিয়া (৪৮) মিরপুর ১২-এর রোড নম্বর ৩ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম মো. আলী তালুকদার (মৃত)।

গতকাল সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর একটি দোকানে প্রবেশ করলে হেলমেট পরা তিন যুবক অপর দরজা দিয়ে ঢুকে কিবরিয়াকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান বলে শহীদ সোহরাওয়ার্দী জরুরি বিভাগের চিকিৎসকরা জানান।

পল্লবী থানার ওসি মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে হেলমেট পরা একজনকে আটক করা হয়েছে। তার নাম জনি। এ ঘটনায় এক রিকশাচালকও আহত হয়েছেন, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।