লতিফ সিদ্দিকীর জামিন আপিল বিভাগে বহাল
নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া জামিন আপিলে বহাল রাখা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। তবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না-র জামিন বিষয়ে আপিল বিভাগ হাইকোর্টের লিখিত আদেশ হাতে পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বেঞ্চ বলেছে, “হাইকোর্টের জামিনের লিখিত আদেশ এখনও প্রকাশ পায়নি। রাষ্ট্রপক্ষ কোন ভিত্তিতে জামিন স্থগিতের আবেদন করেছে, তা স্পষ্ট নয়।”
এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টে জামিন পেয়ে অনেকেই সঙ্গে সঙ্গে কারামুক্ত হন। তাই রাষ্ট্রকে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করতে হয়। এরপর লতিফ সিদ্দিকী-র জামিন স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষ প্রত্যাহার করে নেয়। তবে পান্না-র বিষয়ে এক সপ্তাহ পর শুনানি হওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “বিচার বিভাগের উপর আমাদের আস্থা সব সময় ছিলো এবং এখনও রয়েছে।”
উল্লেখ্য, গত ৬ নভেম্বর হাইকোর্ট লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্না-কে জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে এটি স্থগিতের আবেদন করে।
এর আগে, ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারিক আদালত।