ঢাকা, বাংলাদেশ

আগুন-ককটেল নিক্ষেপকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : সড়কে যানবাহনে আগুন দিচ্ছে বা ককটেল নিক্ষেপ করছে এমন কাউকে দেখলে গুলির নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বেতার বার্তায় এই নির্দেশ দিয়েছে বলে জানা যায়।


এ বিষয়ে ডিএমপি কমিশনার জানান, ‘আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’

এর আগে সিএমপি কমিশনার একই ধরণের নির্দেশনা দেওয়ার পর নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।


উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচারের রায় প্রকাশ হবে সোমবার (১৭ নভেম্বর)। এই রায়কে ঘিরে রাজধানীসহ দেশের নানা স্থানে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করছে দুর্বৃত্তরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ আশেপাশের জেলাগুলোতে বিজিবি মোতায়েন করেছে সরকার। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সতর্ক রয়েছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।