সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

৭৬

টিভিইটি সেক্টরের উন্নয়নে 

আইডিইবি ও সিপিএসসি’র মাঝে এমওইউ স্বাক্ষর

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ (টিভিইটি) সেক্টরের উন্নয়নে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ও আন্তঃদেশীয় সংস্থা কলম্বো প্ল্যান স্টাফ কলেজ (সিপিএসসি)’র যৌথ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এমওইউ স্বাক্ষর করেছে।

সোমবার (৪ নভেম্বর) ডিসেম্বর ফিলিপাইনের ম্যানিলার দুসিত থানি হোটেলে “ভবিষ্যত কর্মশক্তির বিপ্লব: ২০৩০ সালে টিভিইটির রূপান্তরের পথ” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে আইডিইবি’র সভাপতি প্রকৌশলী এ কে এম হামিদ ও সিপিএসসি’র মহাপরিচালক প্রফেসর জি.এল.ডি. বিক্রমাসিংহে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

এ সময় আইডিইবি রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী মোঃ এনামুল হক, সিপিএসসি’র নির্বাহী সচিব আরলিন ক্রুজ, সিপিএস’ির সদস্যভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত, সাবেক মহাপরিচালক, ফিলিপাইন সরকারের উর্দ্ধতন কর্মকর্তা, টিভিইটি বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

এমওইউ স্বাক্ষরের পর প্রতিক্রিয়ায় আইডিইবি’র সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 
 

© সকল স্বত্ব www.jugoshankho.com কর্তৃক ® সংরক্ষিত