সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

১৭২৩

কুমিল্লায় ভ্রমন কন্যা এলিজা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯  

বাংলাদেশী বিশ্ব পর্যটক ও লেখক এলিজা বিনতে এলাহী  বাংলাদেশের প্রত্নতাত্বিক নিদর্শনগুলো সংরক্ষন ও প্রত্নতাত্বিক পর্যটনের গুরুত্বকে তুলে ধরার জন্য ৪৩ তম জেলা পটুয়াখালী ভ্রমন শেষে  ১৪ ই এপ্রিল তিনি ৪৪ তম জেলা ব্রাহ্মনবাড়িয়া জেলা দিয়ে তিনি ৭ম বিভাগ চট্টগ্রাম ভ্রমন শুরু করেন ।
বুধবার কুমিল্লা নগরীর বাগিচাগাও দর্পনের অফিসে প্রেস ব্রিফিং এ এলিজা বিনতে এলাহী  এ সব তথ্য জানান।
১৭ ও ১৮ এপ্রিল ৪৫তম জেলা কুমিল্লার বিভিন্ন প্রত্নতাত্বিক  নিদর্শনগুলো সরেজমিনের ঘুরে দেখার  পাশাপাশি লিখিত তথ্য, লোককথা, স্থিরচিত্র ও ভিডিওগ্রাফির মাধ্যমে তথ্য সংগ্রহ করার জন্য ঐতিহ্যবাহী জেলা কুমিল্লার ধর্মসাগর, রানিকুটির, ভিক্টোরিয়া কলেজ, বীরচন্দ্র গন পাঠাগার, শালবন বিহার ও নব শালবন বিহার, কমনওয়েলথ ওয়ার সিমেট্রি, শচীন দেব বর্মন এর বাসগৃহ পরিদর্শন করেন ।
উক্ত ব্রিফিং এ উপস্থিত ছিলেন কুমিল্লায় কর্মরত টিভি ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।
 

এই বিভাগের আরো খবর

© সকল স্বত্ব www.jugoshankho.com কর্তৃক ® সংরক্ষিত