চ্যালেঞ্জের মুখে প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪
কামাল মোশারেফ : দেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও কৃষিপণ্য রপ্তানিতে চারটি বড় বাধা রয়েছে। সেগুলো হচ্ছে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা কমে যাওয়া, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া, প্রতিযোগী দেশগুলোর তুলনায় উপকরণ খরচ বেশি হওয়া এবং পর্যাপ্ত বন্দর সুবিধা না পাওয়া। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব সমস্যার কারণে রপ্তানির ক্ষেত্রে শুধু ব্যয়ই বাড়েনি, সময়ও বেশি লাগছে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে এর আগে প্রায় ২০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা ছিল।
২০২৪-২৫ অর্থবছরে তা কমিয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। আবার ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানিতে নগদ সহায়তা বন্ধ হবে। এই প্রণোদনা প্রত্যাহার করা হলে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও কৃষিপণ্যের শিল্প বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। এর মধ্যে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি কমেছে।
প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও কৃষিপণ্য রপ্তানিকারক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কথা বলে জানা গেছে, উন্নত বিশ্বে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে। এর ধারাবাহিকতায় গত কয়েক দশকে ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও কৃষিপণ্য রপ্তানি বেড়ে যায়। এ ছাড়া আমেরিকা ও অস্ট্রেলিয়ায়ও রপ্তানি হচ্ছে।
এসব দেশে বসবাসরত বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় প্রবাসীরা বাংলাদেশি পণ্যের মূল ভোক্তা। তবে এলডিসি থেকে উত্তরণের আগেই বাংলাদেশ ব্যাংক নগদ অর্থ সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিপত্রে বলা হয়েছে, নগদ সহায়তার সর্বোচ্চ হার ১৫ শতাংশ এবং সর্বনিম্ন ০.৩ শতাংশ নির্ধারণ করা হয়ছে। এই সিদ্ধান্ত ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর হবে। রপ্তানি প্রণোদনার কারণে কয়েক বছর ধরে এই খাতে রপ্তানি আয় বাড়লেও নানা প্রতিবন্ধকতায় নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি বড় ধরনের চারটি প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হচ্ছে। কৃষিপণ্য রপ্তানিতে বাড়তি ফ্রেইট চার্জ (পণ্য জাহাজীকরণের ভাড়া) দেশের প্রক্রিয়াজাত শিল্পের জন্য বড় বাধা। প্রতিবেশী দেশগুলোতে এই ভাড়া যৌক্তিক পর্যায়ে। বাংলাদেশে এই বাড়তি ব্যয়ের জন্য আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ১৫ থেকে ৩০ শতাংশ বেড়ে যাচ্ছে। রপ্তানির বিকল্প পরিবহন হিসেবে উদ্যোক্তারা যখন আকাশপথ বেছে নেন, তখন আরেক বিপাকে পড়েন তাঁরা। বিমানে যথাসময়ে প্রয়োজনীয় জায়গা না পাওয়া এবং বিমানবন্দরে হিমাগারের পর্যাপ্ত সুবিধা না থাকা বড় বাধা হিসেবে কাজ করছে।
আন্তর্জাতিক সমুদ্রবন্দরগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে রপ্তানিকারকদের পণ্য রপ্তানিতে সময় বেশি লাগছে জানিয়ে তিনি বলেন, প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের উপকরণ ব্যয় বেশি। এর পাশাপাশি বিভিন্ন পণ্যের প্রয়োজনীয় পরীক্ষার জন্য পরীক্ষাগারের অভাব, বিভিন্ন কৃষিপণ্যের ভালো জাতের অভাব, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রাপ্তিতে জটিলতা, দুর্বল প্যাকেজিং পণ্য রপ্তানিতে বাধা হিসেবে কাজ করছে। তাই প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে উত্তম কৃষি চর্চা (জিএপি) ও উত্তম উৎপাদন চর্চা (জিএমপি) বাস্তবায়নে জোর দিতে হবে। পণ্যের মান ঠিক রাখতে দেশে পণ্যের শনাক্তকরণ (ট্রেসিবল) পদ্ধতির উন্নতি ঘটাতে হবে। কৃষিপণ্য রপ্তানি উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করতে হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরে কৃষিজাত ও মৎস্যজাত সব পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০২ কোটি ৮১ লাখ ডলার। সেখানে রপ্তানি আয় হয়েছে ১২৬ কোটি ৫৩ লাখ ডলার। এর মধ্যে শুধু কৃষিজাত পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ১৩৯ কোটি ৪০ লাখ ডলার। কিন্তু আয় হয়েছে প্রায় ৮৪ কোটি ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩৯ শতাংশ কম। আবার ২০২৩-২৪ অর্থবছরে কৃষিজাত পণ্য ও মৎস্যজাত সব পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪২ কোটি ডলার। সেখানে ১১ মাসে আয় হয়েছে ১২০ কোটি ৬৫ লাখ ডলার। ফলে লক্ষ্যমাত্রা থেকে এখনো প্রায় ১৫ শতাংশ পিছিয়ে রয়েছে। আগের অর্থবছরের তুলনায় লক্ষ্যমাত্রাও কমানো হয়েছে। ফলে প্রণোদনা কমার বিরূপ প্রভাব ও অন্যান্য প্রতিবন্ধকতার কারণে রপ্তানি কমতে শুরু করেছে। তবে কয়েক বছর ধরেই প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানির বাজারে নেতৃত্ব দিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য খাতের সম্ভাবনা নিয়ে গত বছর একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ২০২২ সালে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বৈশ্বিক বাজার ছিল ১৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। আর বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাজার (দেশীয় চাহিদা ও রপ্তানি) ছিল ৪৮০ কোটি ডলার। সেখানে ভিয়েতনাম ও ভারতের বাজার প্রতিনিয়ত বড় হচ্ছে। এ ছাড়া কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে দেশ দুটি নেতৃত্ব দিচ্ছে। প্রতিবন্ধকতা মোকাবেলা সম্ভব হলে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।
এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘আমরা পার্শ্ববর্তী ও আমাদের প্রতিযোগী দেশগুলোর তুলনায় উৎপাদন খরচে পিছিয়ে রয়েছি। কনটেইনার ও ফ্রেইট চার্জ এখন দ্বিগুণ বেড়েছে। আন্তর্জাতিক বন্দর সুবিধার অভাবে পণ্যটি গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এ ছাড়া প্রতিযোগী দেশের তুলনায় উপকরণ ব্যয় বেশি। স্ন্যাকসজাতীয় পণ্য তৈরিতে চিনি ও আটার প্রয়োজন হয়। কিন্তু এ দুটি পণ্য পাশের দেশের তুলনায় প্রায় দ্বিগুণ দামে কিনতে হয়। নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে পণ্য পৌঁছাতে আমাদের খরচ বেশি হচ্ছে। এ অবস্থায় রপ্তানি প্রণোদনা একবারেই উঠিয়ে দেওয়াটা হবে ঝুঁকিপূর্ণ। তাই রপ্তানি প্রণোদনার বিকল্প হিসেবে এই খাতে সরকারের দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা প্রয়োজন। উৎপাদন খরচ কমিয়ে আনতে বন্দর সুবিধা বাড়ানোর এবং উপকরণ খরচ কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এ ছাড়া এলডিসি উত্তরণ পরবর্তী বিকল্প সুবিধা বাস্তবায়নে নজর দিতে হবে।’
- ছয় ব্যাংককে সাড়ে ২২ হাজার কোটি টাকা ধার কেন্দ্রীয় ব্যাংকের
- পাকিস্তানে শিয়া-সুন্নি দাঙ্গা অব্যাহত, নিহত বেড়ে ১১০
- পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে ট্রাইব্যুনালে যাবে শহিদদের পরিবার
- চাল-চিনির দাম কমেছে, অস্বস্তি আলু-তেল ও মাছে
- সাফ বিজয়ী কন্যাদের রাঙ্গামাটির সংবর্ধনা শনিবার
- জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি করবে সরকার
- জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
- সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি কিনবে সরকার
- জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা কমানো সম্ভব: সিপিডি
- ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার নিলেন শেখ মো. সাজ্জাত আলী
- শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান জেড আই খান পান্না
- ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধে ধস
- আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা
- সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা
- জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই
- নির্বাচন কমিশন গঠন, নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন
- এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
- বাংলাদেশকে ৩০ হাজার টন সার দিচ্ছে রাশিয়া
- ‘বিচার বিভাগের প্রতি কোনও সরকারই যথার্থ নজর দেয়নি’
- প্রথমবার সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা
- ২২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে জরুরি বার্তা
- গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন পুলিশপ্রধান: তাজুল ইসলাম
- বাংলাদেশ-পাকিস্তান হঠাৎ বাণিজ্য আলোচনায় কেন
- প্রাকৃতিক সম্পদে ধনী ১০ দেশ
- জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিলো আইইএ
- রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস
- অন্তর্বর্তী সরকারের কোনো রূপরেখা ও কৌশল নেই: টিআইবি
- বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত: প্রধান উপদেষ্টা
- মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রীসহ ১৩ জন ট্রাইব্যুনালে
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
- ওয়ারী তালাবদ্ধ এবং বাস্তবতা
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?