সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

৬৭

টানা ৩ দিনের ছুটি পাচ্ছে চাকরিজীবীরা

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৪  

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে মেরাজ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান। আগামী বৃহস্পতিবার দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে এই ছুটি কার্যকর হবে। এদিন মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দেশটি।

এবার ছুটির দিন বৃহস্পতিবার হওয়ায় শুক্র-শনি মিলিয়ে টানা ৩ দিনের ছুটি পেতে যাচ্ছেন কর্মীরা। এর আগে চাঁদ দেখা সাপেক্ষে ১৩ জানুয়ারি থেকে রজব মাসের তারিখ গণনা শুরু করে ওমান। এর আগের দিন সন্ধ্যায় ওমানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

মহানবীর (সা.) ৫১ বছর বয়সে মেরাজের ঘটনা ঘটে। আল্লাহ পৃথিবী থেকে রাসুলকে (সা.) বিশেষ বাহন বা বোরাকের মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান। নবী করিমের এই মেরাজের রাতে ইবাদত করেন মুসলমানরা।


ইসলাম ধর্মে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এই রাতেই প্রতিদিন পাঁচ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন হজরত মোহাম্মদ (সা.)। বিশেষ এই দিনে ওমানসহ বিশ্বের মুসলিম দেশগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরো খবর

© সকল স্বত্ব www.jugoshankho.com কর্তৃক ® সংরক্ষিত