সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

২৮৩

টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে উড়িয়ে দিলো দুর্বল আমিরাত

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান বেশ শক্তিশালী এক দল। রশিদ খান, মুজিব-উর রহমান, রহমানউল্লাহ গুরবাজদের নিয়ে গড়া দলটিতে টি-টোয়েন্টি ক্রিকেটের তারকাদের সরব উপস্থিতি রয়েছে। অথচ, আফগানিস্তানকে টি-টোয়েন্টি ফরম্যাটেই রীতিমতো উড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আবুধাবিতে আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে। যেখানে প্রথম ম্যাচে শেষ ওভারে এসে পাঁচ উইকেটের জয় পায় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে এসে আফগানিস্তান ৯ উইকেটের লজ্জার হারের মুখোমুখি হয়েছে আমিরাতের বিপক্ষে।


আবুধাবিতে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান তুলতে পারে দলটি। যেখানে সর্বোচ্চ ৩৭ রান আসে নাজিবউল্লাহ জাদরানের ব্যাট থেকে। এ ছাড়াও হজরতউল্লাহ জাজাই করেন ২৭ রান। আমিরাতের পক্ষে জহুর খান এবং জাওয়ার ফরিদ নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ ওয়াশিম ঝড়ে উড়ে যায় আফগানিস্তান। আমিরাতের এই ব্যাটসম্যান সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও মাত্র ৫০ বলে ৮টি চার ও ৭টি ছয়ে খেলেন ৯১ রানের অসাধারণ এক ইনিংস। ওপেনিং জুটিতে ভৃত্য অরবিন্দকে নিয়ে গড়েন ১১৯ রানের জুটি। ওয়াশিম ফিরলেও অন্যপ্রান্তে অরবিন্দ ৩৮ রান করে আমিরাতকে জিতিয়েই মাঠ ছাড়েন।

এই বিভাগের আরো খবর

© সকল স্বত্ব www.jugoshankho.com কর্তৃক ® সংরক্ষিত