সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

২২

ঢাকার যেসব হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা দেবে আন্দোলনে আহতদের

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪  

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য সারাদেশের সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। আজ বুধবার (২১ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য ঢাকায় অবস্থিত কয়েকটি হাসপাতালের নাম উল্লেখ করে সেখানে ভর্তি হওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। নিচে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো হাসপাতালের তালিকা উল্লেখ করা হলো—

১.  ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল

২. সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)

৩. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

৪. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)

৫. মুগদা জেনারেল হসপিটাল

৬.  স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল

৭. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

৮. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)

৯. জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট

১০. জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট

১১. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল

১২. জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল

১৩. জাতীয় নিউরো সাইন্স হাসপাতাল।

এই বিভাগের আরো খবর

© সকল স্বত্ব www.jugoshankho.com কর্তৃক ® সংরক্ষিত