সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

৩২৪

পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নিন: ইসলামী আন্দোলন

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

নিজস্ব প্রতিবেদক    

লুটপাট, দুর্নীতি বন্ধে নজর দিয়ে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে সরকারকে আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এ আহ্বান জানান। অন্যথায় আপনারা (সরকার) ভালো থাকলেও মানুষ ভালো থাকতে পারবে না।


রেজাউল করিম বলেন, মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত অসহায় হয়ে পড়েছে। বার বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণকে শোষণ করছে। জনগণের প্রতি সরকারের কোনো প্রকার দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। দেশের মানুষ বহু কষ্টে দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা।

তিনি বলেন, সাধারণ মানুষ ব্রয়লার মুরগির ওপর নির্ভরশীল ছিল তাও আজ ২৫০ টাকা। যেখানে কিনতে যাবেন সেখানেই ঊর্ধ্বগতি। সরকার দলীয় লোকজন বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার কারণে সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। আর এর খেসারত দিতে হচ্ছে জনগণকে।


জনগণকে শোষণ করে সরকারে নিজেদের আখের গুছাচ্ছে। দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে কঠোরহস্তে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।

তিনি বলেন, সাধারণ মানুষ ভালো না থাকলে দেশও ভালো থাকে না। উন্নয়নের জোয়ারে দেশ ভাসলেও সাধারণ মানুষ ভালো না থাকলে এর কোনো মূল্য নেই।

এই বিভাগের আরো খবর

© সকল স্বত্ব www.jugoshankho.com কর্তৃক ® সংরক্ষিত