সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

২৬৮

পুত্রবধূর ঝাড়ুর আঘাতে শাশুড়ির মৃত্যু!

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

পাবনার আটঘরিয়া উপজেলায় পুত্রবধূর ঝাড়ুর আঘাতে এক শাশুড়ির মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আহত হন তিনি।

নিহত ব্যক্তি উপজেলার মাছপাড়া ইউনিয়নের দক্ষিণ হারানপাড়া গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী মর্জিনা খাতুন (৫৫)।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির ছাগল বাঁধাকে কেন্দ্র করে ছোট পুত্রবধূ খুশি খাতুনের সঙ্গে তার শাশুড়ির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুত্রবধূ খুশি তার হাতে থাকা ঝাড়ু দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে রোববার ভোরে অবস্থার অবনতি হওয়ায় স্বজনরা তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। শাশুড়ির মৃত্যুর পর থেকে পুত্রবধূ পলাতক রয়েছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রোববার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি।

এই বিভাগের আরো খবর

© সকল স্বত্ব www.jugoshankho.com কর্তৃক ® সংরক্ষিত