সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

২০৭

বেনাপোলে ভারত ফেরত যাত্রীর করোনা পজেটিভ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২  

ভারত থেকে আসা সাদ্দাম শেখ (১৯)নামের এক যুবক  
করোনা পজেটিভ হয়ে দেশে ফিরেছেন। 

বৃহস্পতিবার (২৯ডিসেম্বর)সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বেনাপোল চেকপোস্ট  দিয়ে তিনি দেশে ফেরেন। এসময় ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় সে পজেটিভ সনাক্ত হয়।  তাকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের  আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
সাদ্দাম হোসেন খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা।
ট্যুরিষ্ট ভিসা নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, সাম্প্রতি কয়েকটি দেশে করোনার নতুন ধরন দেখা দেওয়ায় সরকারের নির্দেশনায় ভারত ফেরত সন্দেহ ভাজন যাত্রীদের র্যাপিট এন্টিজেন পরীক্ষা আবার  শুরু করক  হয়। এসময় সে পজেটিভ সনাক্ত হয়। তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তি করোনার নতুন ধরন বিএফ ৭ সংক্রমিত কি না, তা পরীক্ষা করা হবে কিনা এ বিষয়ে কিছু জানাতে পারেননি।

এই বিভাগের আরো খবর

© সকল স্বত্ব www.jugoshankho.com কর্তৃক ® সংরক্ষিত