সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

১৫৩

ল্যাথাম-কনওয়ের ব্যাটে লড়াইয়ে ফিরেছে নিউজিল্যান্ড

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  


স্পোর্টস ডেস্ক    
 

প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে টম ল্যাথাম আর ডেভন কনওয়ের ব্যাটে লড়াইয়ে ফিরেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে কেবল ২০৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ইংল্যান্ড ফলোঅন করানোয় আবার ব্যাট করতে নামতে হয় কিউইদের। ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করেছে ব্ল্যাক ক্যাপসরা। এখনও ২৪ রান পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

ঝড়ের গতিতেই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৩৫ রান করে ইনিংস ঘোষণা করেছিলো ইংল্যান্ড। জবাব দিতে নেমে দুই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড এবং স্পিনার জ্যাক লিচের তোপের মুখে মাত্র ২০৯ রানে অলআউট স্বাগতিক নিউজিল্যান্ড। ব্রড ৪টি, অ্যান্ডারসন ও জ্যাক লিচ নেন ৩টি করে উইকেট।


২২৬ রানে পিছিয়ে পড়ে প্রথম ইনিংসেই। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস সিদ্ধান্ত নিলেন ফলোঅন করাবেন কিউইদের। সুতরাং, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হলো স্বাগতিকদের। তবে এবার আর এত সহজ হয়নি ইংলিশ বোলারদের জন্য। দুই ইংলিশ ওপেনার টম ল্যাথাম এবং ডেভন কনওয়ের ব্যাটে লড়াইয়ে ফেরে নিউজিল্যান্ড।

এই দু’জনের উদ্বোধনী জুটিতেই উঠে যায় ১৪৯ রান। ৬১ রান করে আউট হন ডেভন কনওয়ে। উইল ইয়ং ৮ রান করে আউট হন। টম ল্যাথাম ৮৩ রান করে বিদায় নেন। তাদের দৃঢ়চেতা ব্যাটিংয়ের কারণেই ইনিংস পরাজয়ের লজ্জা থেকে রেহাই পেয়েছে নিউজিল্যান্ড।


তৃতীয় দিন শেষে ২৫ রান নিয়ে কেনে উইলিয়ামসন এবং ১৮ রান নিয়ে ব্যাট করছেন হেনরি নিকোলস। জ্যাক লিচ দুটি এবং জো রুট নেন ১টি উইকেট।

এই বিভাগের আরো খবর

© সকল স্বত্ব www.jugoshankho.com কর্তৃক ® সংরক্ষিত