সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২১ জমাদিউস সানি ১৪৪৬

২৯২

সিনেমা দেখবে পরী, টিকিট কাটবে রাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরী মণি দীর্ঘ বিরতি শেষে ফিরেছেন বড় পর্দায়। শুক্রবার (২০ জানুয়ারি) দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমণি ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন

সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। খ্যাতিমান লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে এটি।

সিনেমা দেখার বিষয়ে পরী ফেসবুকে এক বার্তা শেয়ার করে সোমবার (২৩ জানুয়ারি) লিখেছেন, 'আজকে আমি পুরা সিনেমাটা দেখতে চাই। বিকেল ৪টার শোতে এস কে এস টাওয়ার মহাখালীতে রায়হান জোয়েল আপনার দাওয়াত।'

এখানেই শেষ নয়। সিনেমার টিকিট কাটার বিষয়ে লিখেছেন, 'রাজ আজকে আর ছাড় নাই তোমার। সব টিকিট তুমি কাটবা মনে তুমিই কাটবা।' সেই সঙ্গে বলেছেন তার সঙ্গে আর কে কে সিনেমা দেখতে চান? যারা দেখতে চান তাদের যেতে বলেছেন সিনেমা হলে।

শিশুতোষ এই সিনেমায় পরীমণি ও সিয়াম আহমেদ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, আবু হুরায়রা তানভীরসহ প্রায় ২০ জন শিশুশিল্পী।

এই বিভাগের আরো খবর

© সকল স্বত্ব www.jugoshankho.com কর্তৃক ® সংরক্ষিত