ঢাকা, বাংলাদেশ

দশ মাস পর প্রত্যাবর্তনে রেকর্ডের চূড়ায় বাবর

প্রকাশিত :

স্পোর্টস রিপোর্টার : লাহোরের সন্ধ্যায় ব্যাটে যেন কোনো তাড়া ছিল না। দলের জয় তখন নাগালের মধ্যে, কিন্তু ইতিহাসের দরজায় দাঁড়িয়ে ছিলেন বাবর আজম। সেই দরজাটি খুলে দিতে লাগল কেবল এক রান। দ্বাদশ ওভারের এক শান্ত সিঙ্গেলে জন্ম নিল এক নতুন অধ্যায়-আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক এখন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাবরের ইনিংসটা হয়তো পরিসংখ্যানের দিক থেকে তেমন বড় নয়, ১৮ বলে ১১ রান। কিন্তু এদিনের প্রতিটি রান যেন হয়ে উঠেছিল মাইলফলক। ১০ মাস পর ছোট ফরম্যাটে ফিরেই সেই রোহিত শর্মাকে ছাড়িয়ে গেলেন তিনি, যিনি এই সংস্করণ থেকে বিদায় বলেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।


প্রথম ম্যাচে দুই বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন বাবর। অনেকের মনে প্রশ্ন জেগেছিল, তিনি কি আর সেই পুরোনো ছন্দ ফিরে পাবেন? কিন্তু শুক্রবারের ম্যাচে সেই সন্দেহের জবাব দিলেন নিঃশব্দে। ইনিংস শুরু করলেন দারুণ এক কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে, তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন লক্ষ্যপানে। সপ্তম ওভারে সঙ্গী ফারহান আউট হলে দলের প্রয়োজন ছিল শুধু স্থিরতা, আর সেই দায়িত্বটা নিলেন বাবর নিজের কাঁধে।

ইনিংসের দ্বাদশ ওভারে দক্ষিণ আফ্রিকার ডনোভান ফেরেইরার বলে লং অফে খেলে এক রান নিতেই রোহিত শর্মাকে পেছনে ফেলেন তিনি। সেটাই ছিল ইতিহাসের মুহূর্ত। তখন স্কোরবোর্ডে তার নামের পাশে মাত্র ১১ রান, কিন্তু সেই ১১ রানে জমা হলো ৪ হাজার ২৩৪ টি–টোয়েন্টি আন্তর্জাতিক রান-এই সংস্করণের সর্বোচ্চ।


২০১৬ সালে অভিষেকের পর থেকে বাবর এখন পর্যন্ত খেলেছেন ১৩০ ম্যাচ, ১২৩ ইনিংসে তাঁর গড় ৩৯.৫৭। তিনটি সেঞ্চুরি আর ৩৬টি অর্ধশতকে গড়া এই পরিসংখ্যান তাকে পৌঁছে দিয়েছে রোহিতের ওপরে (৪২৩১ রান)। তাদের নিচে আছেন বিরাট কোহলি ৪১৮৮ রানে, এরপর ইংল্যান্ডের জস বাটলার ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

দলের ৯ উইকেটের জয়ের দিনে ব্যাট হাতে ঝড় তোলেন সাইম আইয়ুব, তাই বাবরের ইনিংসে ছিল ধীরস্থির আত্মবিশ্বাস। হয়তো তিনি জানতেন, এই ম্যাচ তার জন্য নয় কেবল জয় এনে দেওয়ার-বরং নিজের নামটি লিখে রাখার সময়ের ইতিহাসে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ ৫ রান সংগ্রাহক

ব্যাটার রান

বাবর আজম ৪২৩৪

রোহিত শর্মা ৪২৩১

বিরাট কোহলি ৪১৮৮

জস বাটলার ৩৮৬৯

পল স্টার্লিং ৩৭১০