ঢাকা, বাংলাদেশ

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

প্রকাশিত :

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এনএসসি মনোনীত পরিচালক হিসেবে রুবাবা দৌলা আজ যোগ দেবেন। এর আগে গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের সময় এনএসসি দুইজনকে মনোনয়ন দেয়; তবে সেই সময় ইসফাক আহসানের নাম নিয়ে বিতর্ক তৈরি হয় এবং রাতেই তাকে সরানোর ঘোষণা আসে।

পরবর্তী বোর্ড সভার পর ইসফাকের বদলে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে পরিচালক হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত হয়। বিসিবির পরিচালক হতে হলে কাউন্সিলর পদে থাকা বাধ্যতামূলক। যেহেতু রুবাবা আগে কাউন্সিলর ছিলেন না তাই আজই তাকে একসঙ্গে কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

সাধারণত কাউন্সিলর পদ বোর্ড সভায় অনুমোদনের পরে পরিচালক পদে মনোনয়ন দেওয়া হয়। তবে এবার দুই পদেই একই দিনে চিঠি ইস্যু করা হয়েছে। এনএসসি পরিচালক (ক্রীড়া) মো. আমিনুল এহসান স্বাক্ষরিত ভিন্ন দুটি চিঠিতে নিশ্চিত করা হয় যে ইশফাক আহসানের পরিবর্তে রুবাবা কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন।

বর্তমানে বিসিবি পরিচালনা পরিষদের দায়িত্বে ছিলেন ২৪ পরিচালক। নতুন পরিচালক রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো শীর্ষ পদে কাজ করেছেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত রুবাবা বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।