দুর্নীতিকে রুখে দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতিকে রুখে দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, ৫ আগস্টের পর সবাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। নতুন বাংলাদেশ নিয়ে মানুষের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা হবে চরম ব্যর্থতা ও জাতির সঙ্গে প্রতারণা।
রোববার (২৩ নভেম্বর) নগরের রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে দুদকের ১৯১তম গণশুনানিতে তিনি এ কথা বলেন। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থায় সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে এ আয়োজন করে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান আরও বলেন, এ আয়োজন কারও বিরুদ্ধে নয়। গণশুনানির উদ্দেশ্য হচ্ছে সরকারি সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে কার্যকর যোগসূত্র তৈরি করা। সেবা প্রদানকারী দপ্তরগুলো যাতে সেবাগ্রহীতাদের যথাযথ সেবা দিতে পারে সে বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম বলেন, কোনো কর্তৃপক্ষের অপরাধ তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে আমরা আদালতের মাধ্যমে শাস্তির বিধান নিশ্চিত করার চেষ্টা করি। পাশাপাশি, কোথাও দুর্নীতি হচ্ছে জানলে তা প্রতিরোধে কাজ করি। আমরা প্রায় প্রতিটি জেলায় যাই, সেখানকার মানুষের অভিযোগ সরাসরি শুনি এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করি।
তিনি আরও বলেন, প্রতি মাসেই আমরা কোনো না কোনো জেলায় এ ধরনের আয়োজন করি। এ বছর আমরা অন্তত এক হাজার অভিযোগ পেয়েছি; অনেকগুলো নিষ্পত্তি হয়েছে, বাকিগুলো চলমান আছে।
গণশুনানিতে ৪০টি সরকারি দপ্তরের সেবাবঞ্চিত বা হয়রানির শিকার সাধারণ মানুষ সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের উপস্থিতিতে তাদের অভিযোগ তুলে ধরেন। অভিযোগগুলো দুদক তাৎক্ষণিকভাবে নথিভুক্ত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে।
গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মাসুদ রানা এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মডারেটর ও সভাপতির দায়িত্ব পালন করেন।