ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এ নিয়ে চলতি বছর এ রোগে ৩২৩ জন মারা গেলেন। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮১ হাজার ৭৭৩ জন।
বুধবার নতুন ভর্তি রোগীদের মধ্যে ৩৯৭ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ২২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৫ জন, বরিশাল বিভাগে ১৭৯ জন, খুলনা বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ছয় জন ও সিলেট বিভাগে তিন জন রয়েছেন।