ঢাকা, বাংলাদেশ

দশমিনায় বিএনপি নেতার গণঅধিকার পরিষদে যোগদান, দল থেকে বহিষ্কার

প্রকাশিত :

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, পটুয়াখালী জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, দশমিনা উপজেলার ৬ নম্বর বাশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকনকে দলের সকল পদ থেকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

বুধবার (১২ নভেম্বর) জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গত ১১ নভেম্বর, আলতাফ হোসেন আকন তার সমর্থকদের সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর-এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে যোগদান করেন।

আলতাফ হোসেন আকন জানান, আমি প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের খারাপ সময়ে নেতৃত্ব দিয়েছি, কিন্তু দল আমাকে যথাযথ মূল্যায়ন করেনি। তাই গণঅধিকার পরিষদে যোগদান করেছি।

দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. লিয়ার হোসেন বলেন, জনপ্রিয় ও ভালো মানুষের জন্য গণঅধিকার পরিষদের দরজা সবসময় খোলা। আলতাফ হোসেন আকন আমাদের দলের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন।


দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ শাহ আলম শানু সিকদার জানান, দলের সহযোগিতায় আলতাফ হোসেন আকন দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক মন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইনের সঙ্গে মিলে চরাঞ্চলে দখলবাজি চালিয়েছেন এবং দলের সুনাম ক্ষুণ্ণ করেছেন। তবুও সিনিয়র নেতা হিসেবে তাকে উপজেলা বিএনপির নির্বাহী কমিটিতে রাখা হয়েছিল। এখন কোন স্বার্থে তিনি গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন, সেটা তিনিই ভালো জানেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।