ঢাকা, বাংলাদেশ

যেন মেঘের ভেলায় ভাসছি...

প্রকাশিত :

সৌন্দর্য যে কারও চোখ ধাঁধিয়ে দেবে। বলছি, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান সাজেক ভ্যালির কথা। উঁচু পাহাড়, মেঘের মাঝে রাস্তা আর সবুজের সমারোহ মুগ্ধ করে সবাইকে। আর সাজেকে সূর্যোদয় দেখার অনুভূতি কখনো ভুলা যায় না। সূর্যোদয়ের সঙ্গেই শুরু হয় মেঘ পাহাড়ের লুকোচুরি খেলা। এছাড়াও সাজেকে দেখার মতো স্থানগুলোর মধ্যে রয়েছে- রুইলুই পাড়া, হেলিপ্যাড, কংলাকপাড়া ইত্যাদি।

রাঙামা‌টি জেলার সাজেক ইউনিয়নটি ‘সাজেক ভ্যালি’ নামেই পরিচিত। যার আয়তন ৭০২ বর্গমাইল। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১ হাজার ৮০০ ফুট। সাজেক রাঙামাটিতে পড়লেও যাওয়া সহজ খাগড়াছড়ি দিয়ে। খাগড়াছ‌ড়ি জেলার শাপলা চত্বরে গেলেই দেখা মিলে সা‌রি সা‌রি জিপ, চান্দের গাড়ি, সিএন‌জিচালিত অটোরিকশার। সাজেকে যাওয়া-আসার জন্য এসব বাহন ভাড়া হয় এক দিন বা দুই দিনের চুক্তিতে। খাগড়াছড়ি থেকে গাড়ি গিয়ে থামবে বাঘাইহাট। সকাল ও দুপুরে দুই টাইমে সেখান থেকে সাজেকের উদ্দেশে পর্যটক বহনকারী গাড়িগুলো রওনা দেয়। নিরাপত্তা নিশ্চিতে গাড়িবহরের সামনে ও পেছনে থাকে সেনাবাহিনীর জিপ। আর এখান থেকেই শুরু সাজেক অভিমুখে স্বপ্নযাত্রা।