ঢাকা, বাংলাদেশ

ক্ষতি পুষিয়ে নিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ক্লাস করানোর আহ্বান

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী এ আহ্বান জানান।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে এ আহ্বান জানান অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।


তিনি বলেন, ‘আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি। গত ৯ দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখবো। যে দিনগুলো শ্রেণিকক্ষে যেতে পারিনি, সেই আট দিন পুষিয়ে দেবো।’


তবে অনেক শিক্ষা এ আহ্বানের পর জানিয়েছেন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ক্লাস করার প্রয়োজন হবে না। তাছাড়া সামনে যে সময় আছে সপ্তাহে পাঁচদিন ক্লাস নিয়ে এবং অতিরিক্ত ক্লাস করালেই শনিবার ক্লাস করানোর প্রয়োজন হবে না।

প্রসঙ্গত, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণ করার আন্দোলনের ১০ দিনের মাথায় অর্থ বিভাগ নতুন করে বাড়িভাড়া বৃদ্ধির সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়কে।

মঙ্গলবার (২১ অক্টোবর) পাঠানো অর্থ বিভাগ চিঠিতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ নভেম্বর থেকে ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) সর্বমোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হলো। অর্থ বিভাগের সম্মতিপত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে।