সহজ হলো ডিভাইস কেনা
প্রযুক্তি ডেস্ক : সাশ্রয়ী ও লাখো আগ্রহীর কাছে স্মার্ট ডিভাইস পৌঁছে দিতে কার্ড ছাড়া মাসিক কিস্তির সুবিধা ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। এই সেবার আওতায় আগ্রহীরা কোনো ধরনের ব্যাংক কার্ড ছাড়াই নগদ টাকার মাধ্যমে সহজ কিস্তিতে ডিভাইস কেনার সুবিধা পাবেন।
নতুন ঘোষণায় সহজ ঋণ সুবিধা রয়েছে, যেখানে আগ্রহীরা পছন্দের এই ব্র্যান্ডের যে কোনো স্মার্ট ডিভাইস কিনতে পারবেন মূল দামের ২০ থেকে ৫০ শতাংশ অর্থ জমা (ডাউনপেমেন্ট) দিয়েই। বাকি অংশ তিন থেকে ছয় মাসের কিস্তিতে পরিশোধের সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে, নগদ অর্থে কেনার কিস্তি সুবিধা হবে দ্রুত ও ঝামেলাহীন। পুরো অনুমোদন প্রক্রিয়া ২০ মিনিটের মধ্যে সম্পন্ন করা সম্ভব। আপাতত পরিষেবাটি শুধু ব্র্যান্ডের দাপ্তরিক সব ব্র্যান্ডশপে পাওয়া যাবে। কার্ড ছাড়া কিস্তির সুবিধা নিতে জাতীয় পরিচয়পত্র ও আয়ের উৎস প্রমাণপত্র নিয়ে যে কোনো ব্র্যান্ডশপে যেতে হবে।
অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, ডিভাইস কেনায় এমন পেমেন্ট অপশন তৈরি করতে চেয়েছি, যা হবে সবার জন্য সুবিধাজনক। অনেকে স্মার্ট ডিভাইস নিতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু কিস্তিতে ডিভাইস কেনার প্রথাগত পদ্ধতি হয় জটিল বা ব্যয়বহুল। কার্ডহীন সেবার মাধ্যমে কিস্তিতে ফোন নেওয়ার প্রক্রিয়াকে সহজ করেছি।