আবারো শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব মঞ্চের
নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আবার অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে এসে সংগঠনটির নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অবস্থান নেন।
এর আগে, শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। সে সময় মিছিলটি শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। তখন দ্রুত বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে। এ ঘোষণার পর থেকেই আন্দোলনকারীরা শাহবাগ চত্বরে রাত্রিযাপন করেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে সাময়িকভাবে শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি ডান পাশে সরিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে নেয়া হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে আবার শাহবাগ মোড়ে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। এ সময় আন্দোলনকারীরা হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেয়।