ঢাকা, বাংলাদেশ

পুলিশের ফোকাস এখন জাতীয় সংসদ নির্বাচন: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

প্রকাশিত :

বান্দরবান প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, বিপিএম।

তিনি বলেন, সারাদেশে ১৫০টি ট্রেনিং সেন্টারে পুলিশ সদস্যদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা নির্বাচনে দায়িত্বশীল আচরণ করতে পারেন। পুলিশের ফোকাস এখন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। আমরা নির্বাচন কমিশনের নীতিমালা অনুসারে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত ও আত্মবিশ্বাসী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান বালাঘাটা পুলিশ লাইন পরিদর্শনকালে এসব কথা বলেন ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

এ সময় তিনি বান্দরবান বালাঘাটা পুলিশ লাইনে পুলিশ প্রশাসনের অর্থায়নে নির্মিত পুলিশ ভক্স, শরীরচর্চার জন্য জিমনেসিয়াম, পুলিশ লাইন মেস সংস্কার ও আধুনিকায়ন, গ্যারেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

ডিআইজি আহসান হাবীব পলাশ আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকা স্পর্শকাতর অঞ্চল। এখানে হুট করে হুজুগে কোনো সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া দেখালে পাহাড়ে সম্প্রীতি নষ্ট হতে পারে। তাই সবাইকে ধৈর্য ধরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

তিনি জানান, পার্বত্য এলাকার অনেক ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাতে হয়—সে কারণে ভোটকেন্দ্রগুলোতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। ভোটারদের শতভাগ কেন্দ্রে আনা কঠিন হলেও সবাইকে নিরাপদে ভোট দিতে উৎসাহিত করা হচ্ছে। এবার নির্বাচন কমিশন অনেক কঠোর অবস্থানে আছে; কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পার পাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরনো ভিডিও ও ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। জনগণকে এসব বিষয়ে সচেতন থাকতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশ এসব বিষয়ে সতর্ক নজরদারি করছে।

ডিআইজি আরও জানান, গত ৫ আগস্ট থেকে পুলিশের অভ্যন্তরে মোটিভেশন কার্যক্রম চলছে। ভুল-ত্রুটি কাটিয়ে উঠে জনগণের আস্থা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। অপরাধে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দেওয়া হচ্ছে, আর বিনাদোষে কেউ যেন কষ্ট না পায় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। এতে পুলিশের মধ্যে ন্যায়বিচার ও আস্থা বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা, পদোন্নতি ও প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. হাসান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হাসান ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিমসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।