ঢাকা, বাংলাদেশ

প্রভাতের কুয়াশায় দিনাজপুরে শীতের আগমন

প্রকাশিত :

দিনাজপুর প্রতিনিধি : রাত নামলেই হিমেল হাওয়ার ছোঁয়া, ভোরে ঘাসের ডগায় ঝুলে থাকা শিশিরবিন্দু, আর সকালে শহর জুড়ে হালকা কুয়াশা সব মিলিয়ে দিনাজপুরে যেন ধীরে ধীরে পা রাখছে শীত। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই উত্তরের জেলা প্রতি বছরের মতো এবারও সবার আগে পাচ্ছে শীতের আগমনী বার্তা।

দিনে রোদে এখনো উষ্ণতা থাকলেও, রাতের বাতাসে এসেছে ঠান্ডা আমেজ। মনে হচ্ছে, প্রকৃতি আস্তে আস্তে পরছে শীতের পোশাক আর মানুষও প্রস্তুত হচ্ছে সেই স্বাগত জানাতে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। গত কয়েক দিনে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে পুরোপুরি শীত নামতে আরও কিছুটা সময় লাগবে।

এরই মধ্যে স্থানীয়রা ঘরে তুলে রাখা উলের চাদর, সোয়েটার আর কম্বল বের করতে শুরু করেছেন।

দিনাজপুরের মানুষ এখন উপভোগ করছেন হালকা শীতের উষ্ণতা। শহরের চায়ের দোকানে ধোঁয়া ওঠা চায়ের কাপ যেন আরও মিষ্টি লাগে। কৃষকরা মাঠে কাজ করছেন শিশিরে ভেজা ধানক্ষেতে, আর শহরবাসী উপভোগ করছেন শীতের আগমনের মৃদু পরশ।

পথচারী আব্দুল লতিফ বলেন, ‘এখনও ঠিকভাবে শীত নামেনি, তবে ভোরের সময় বেশ ঠান্ডা লাগছে এবং কুয়াশাও পড়তে শুরু করেছে।’

বোচাগঞ্জ উপজেলার কৃষক চিত্ররঞ্জন বলেন, ‘ভোরে মাঠে নামলে পায়ের নিচে ঘাস ভিজে যায় শিশিরে। কাজের কষ্ট থাকে, কিন্তু এই সময়টা ভালো লাগে—শীতের শুরু মানেই ধানের ঘ্রাণ।’

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকছে। তবে এই অঞ্চলে শীতের প্রভাব ডিসেম্বর জানুয়ারীতে বেশি থাকে।