ঢাকা, বাংলাদেশ

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হবে না: ট্রাম্প

প্রকাশিত :

যুগশঙ্খ ডেস্ক : কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুক্রবার বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাকে ফোন করে অন্টারিও প্রদেশের একটি রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। ওই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে শুল্কনীতি সমালোচনা করা হয়েছিল। খবর রয়টার্স ও আল জাজিরা।

ট্রাম্প বলেন, ‘আমি তাকে অনেক পছন্দ করি। কিন্তু তারা যা করেছে তা ভুল। বিজ্ঞাপনটি মিথ্যা ছিল। তাই তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।’


বিষয়টির সত্যতা নিশ্চিত করে মার্ক কার্নি বলেন, ‘আমি প্রেসিডেন্টের কাছে সত্যিই দুঃখ প্রকাশ করেছি। বিজ্ঞাপনটি প্রচারের আগে ডাগ ফোর্ডের সঙ্গে পর্যালোচনা করেছিলেন এবং তা ব্যবহারের বিরোধিতা করেছিলাম। আমি ফোর্ডকে বলেছিলাম যে বিজ্ঞাপনটি আমি প্রচার করতে চাই না।’ গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে দুই দেশের চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেন। একই সঙ্গে কানাডার পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।

অন্টারিও সরকারের বিজ্ঞাপনটিতে রিপাবলিকান নেতা রিগানকে উদ্ধৃত করে বলা হয়, বিদেশী পণ্যে শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ ও কর্মসংস্থান হ্রাসের কারণ হতে পারে।

বিজ্ঞাপনটি তৈরি করেছিল অন্টারিও প্রাদেশিক সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) ডাগ ফোর্ড। এতে রোনাল্ড রিগানের বক্তব্য সম্পাদনা করে ব্যবহার করা হয়। পরে বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে ফোর্ড ওই বিজ্ঞাপন প্রচার বন্ধ করেন।

ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটি তার মোট রফতানির প্রায় ৭৫ শতাংশ পাঠায় প্রতিবেশী যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক শুল্ক আরোপের ফলে সেই বাণিজ্য সম্পর্ক এখন নতুন করে চাপের মুখে পড়েছে।