ঢাকা, বাংলাদেশ

ঋণ নেওয়ার আগে যেসব চিন্তাভাবনা জরুরি

প্রকাশিত :

১. আসলেই কি ঋণ নেওয়া দরকার?

প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করুন—এই মুহূর্তে ঋণ নেওয়া কি একান্তই প্রয়োজন?

অনেক সময় আমরা একটু চাপের মুখে বা আশপাশের মানুষের দেখাদেখি ঋণ নিয়ে ফেলি, পরে কিস্তির বোঝা টানতে হিমশিম খেতে হয়। তাই নিজের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন।

২. মাসিক আয় ও খরচ ভালো করে হিসাব করুন

ঋণ মানেই প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিস্তি হিসেবে দিতে হবে। আপনার আয় থেকে সেই টাকা নিয়মিত দিতে পারবেন তো?

এটা বোঝার জন্য একটা ছোট্ট হিসাব করে নিন-

মোট মাসিক আয়—সব খরচ (বাড়ি ভাড়া, বাজার, স্কুল ফি, ইত্যাদি) = বাকি টাকা। এই ‘বাকি টাকা’ যদি ঋণের কিস্তি থেকে বেশি হয়, তবেই ঋণ নেওয়া বুদ্ধিমানের কাজ।

৩. কোন ব্যাংকের ঋণ সুবিধা সবচেয়ে ভালো?

সবার আগে বিভিন্ন ব্যাংকের ঋণের সুদের হার, মেয়াদ, সার্ভিস চার্জ ইত্যাদি জেনে নিন। বাংলাদেশে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো বিভিন্ন ধরনের ঋণ অফার করে, যেমন: